যারা উড়ে এসে জুড়ে বসার খেলোয়াড়, তাদের সাথে খেলা হবে: মাওলানা ফেরদাউসু
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান বলেছেন, যারা আমাদের নামে কথা বলেন সাবধানে কথা বলবেন। ২০১৩ সালের রক্ত দেয়া পিউর খেলোয়াড় আমরা। তোমরা যারা উড়ে এসে জুড়ে বসার খেলোয়াড় তাদের সাথে আগামী দিনে খেলা হবে। ৫ তারিখে সোহরাওয়ার্দীতে খেলা হবে। নারায়ণগঞ্জ থেকে ১ লাখ লোক আমরা সোহরাওয়ার্দীতে উপস্থিত হবো।
রবিবার (৩ নভেম্বর) বিকালে আলী আহম্মদ চুনকা পাঠাগার ও মিলনায়তনে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ’র নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার আয়োজনে ‘শাইখুল হিন্দ কনফারেন্স’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জমিয়াতে উলামায়ে ইসলামের মহাসচিব শাইখুল হাদিস আল্লামা মনজুরুল ইসলাম আফেন্দি, সহ-সভাপতি শাইখুল হাদিস আল্লামা আব্দুর রব ইউসুফী ও খতিবে বাঙ্গাল আল্লামা জুনায়েদ আল হাবিব, কেন্দ্রীয় অর্থ সম্পাদক জাকির হোসেন কাসেমী, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তৈয়ব আল হুসাইন ও মাওলানা মুফতি জাবের কাসেমী, জেলা জমিয়াতে উলামায়ে ইসলামের সভাপতি মুফতি মনির হোসেন কাসেমী, মুন্সিগঞ্জ জমিয়াতে উলামায়ে ইসলামের সাধারণ সম্পাদক শায়খুল হাদিস আল্লামা বশির আহমেদ, মাধবদী আহলে সুন্নাত ওয়াল জামিয়াত পরিষদের সভাপতি মুফতি শামুল হক উজানী, কাশিপুর মাদ্রাসার মুহতারিম মাওলানা মুফতি আব্দুস সবুরসহ নেতৃবৃন্দ।