বুধবার, আগস্ট ১৩, ২০২৫
Led02আদালত

যানজট নিরসনে এগিয়ে এলেন মাসুদুজ্জামান মাসুদ

লাইভ নারায়ণগঞ্জ: শহরের দীর্ঘদিনের যানজট নিরসনে নতুন এক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী, ব্যবসায়ী নেতা এবং মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদুজ্জামান মাসুদ। যানজট নিরসনে ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করে তাদের দায়িত্ব মঙ্গলবার (১২ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক সভায় মাসুদুজ্জামান মাসুদ বলেন, “যানজট নারায়ণগঞ্জের মানুষের জন্য দীর্ঘদিনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। যানজট থেকে মুক্তি জরুরি মনে করে বিকেএমইএ, চেম্বার অব কমার্স ও মডেল গ্রুপের যৌথ উদ্যোগে এই ২০ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগে যানজটের পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তন আসবে।”

তিনি আরও বলেন, এই উদ্যোগ একটি চলমান প্রক্রিয়া। কেবল স্বেচ্ছাসেবক দিয়ে নয়, যানজট নিরসনে নাগরিকদেরও সচেতন হয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, “জেলা প্রশাসক আমাদের বলেছেন, আমরা নারায়ণগঞ্জের মানুষ, তাই এই শহরের দায়িত্ব আমাদের নিতে হবে।” মাসুদুজ্জামান বলেন, অনেক নাগরিক সমস্যার মধ্যে এটি একটি বড় সমস্যা, যা সমাধানে তিনি ব্যবসায়ী, সুশীল সমাজ এবং তরুণদের সঙ্গে সমন্বয়ে কাজ করে সুন্দর নারায়ণগঞ্জ গড়ার লক্ষ্যে এগিয়ে যাবেন।

মাসুদুজ্জামান বলেন, “ইতিমধ্যে খাল খনন করে প্রায় দুই হাজার ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে, কিন্তু অনেকেই এখনও খালে বর্জ্য ফেলে। তাই আমাদের নিজেদের সচেতনতা বাড়াতে হবে এবং শহরকে পরিবর্তন করতে হবে।” সবশেষে তিনি নাগরিকদের উদ্দেশে বলেন, “আপনার শহর আপনি দায়িত্ব নেন, আমরা আপনার পাশে আছি।”

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বারের বর্তমান সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া (দিপু), সহ-সভাপতি মোহাম্মদ আবু জাফর, বিকেএমইএ’র সহ-সভাপতি (অর্থ) মোরশেদ সারোয়ার সোহেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

RSS
Follow by Email