যানজটের রাশ টানতে মাঠে প্রশাসন, না.গঞ্জে অবৈধ স্থাপনাও উচ্ছেদ
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জকে পরিবেশবান্ধব ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে জেলা প্রশাসন আজ কঠোর পদক্ষেপ নিয়েছে। ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ কর্মসূচির অধীনে পরিচালিত এক বিশেষ অভিযানে শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট সৃষ্টিকারী যানবাহন অপসারণ করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) অভিযানটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে শুরু করে সাইনবোর্ড পর্যন্ত বিস্তৃত ছিল।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা-এর সরাসরি তত্ত্বাবধানে এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো. মোনাববর হোসেন ও জনাব মো. নাহিদ নিয়াজ শিশির-এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে মূল সড়কের দুই পাশে থাকা অবৈধ ব্যানার ও সাইনবোর্ড অপসারণ করা হয়। পাশাপাশি, চারটি অবৈধভাবে নির্মিত স্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে দীর্ঘদিনের জঞ্জাল ও অপরিচ্ছন্নতা দূর হয়েছে।
যানজট নারায়ণগঞ্জের একটি অন্যতম প্রধান সমস্যা। আজকের অভিযানে জেলা প্রশাসন এ বিষয়েও কঠোর ব্যবস্থা নিয়েছে। রাস্তায় যেখানেই যানজট সৃষ্টিকারী যানবাহন দেখা গেছে, তাৎক্ষণিকভাবে সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে। এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের চলাচলে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং তারা স্বস্তি প্রকাশ করেছেন।
এই কার্যক্রম বাস্তবায়নে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) জেলা প্রশাসনকে সক্রিয়ভাবে সহযোগিতা করেছে। এই যৌথ উদ্যোগ সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।
শহরকে পরিচ্ছন্ন, সুন্দর ও বসবাসযোগ্য করে তোলার জন্য জেলা প্রশাসনের এই অভিযানকে স্থানীয় জনগণ সাধুবাদ জানিয়েছে। “গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ” কর্মসূচির এই উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।