রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led02রাজনীতিসোশ্যাল মিডিয়া

যানজটমুক্ত রাখতে পুলিশ প্রশাসনকে সেলিম ওসমানের ৪৫লাখ টাকা

লাইভ নারায়ণগঞ্জ: এমপি সেলিম ওসমান তত্ত্বাবধায়নে পবিত্র মাহে রমজানে নগরীকে যানজটমুক্ত রাখতে, পুলিশ সুপারের কাছে ৪৫লাখ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। সোমবার (১১ মার্চ) এসপি গোলাম মোস্তফা রাসেলের কাছে তিনটি চেক প্রদান করা হয়। 

চেক হস্তান্তর করেন বিকেএমইএ সহ-সভাপতি (অর্থ) মোরশের্দ সারোয়ার সোহেল ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্টিজের পরিচালক সোহেল আক্তার সোহান।

জানা যায়, প্রতি বছরের ন্যায় এই বছরও রমজান মাসে শহরে যানজটমুক্ত রাখতে, পুলিশের সহযোগিতা করতে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ’র সভাপতি একেএম সেলিম ওসমানের নিজ ফান্ড ১০লাখ, বিকেএমইএ থেকে ২৫ লাখ ও চেম্বার থেকে ১০ লক্ষ টাকার মোট ৪৫ লাখ টাকা প্রদান করেছেন।

RSS
Follow by Email