রবিবার, অক্টোবর ৫, ২০২৫
Led02রাজনীতি

যাকেই নমিনেশন দেওয়া হবে, তার পক্ষেই কাজ করে বিজয়ী করতে হবে: সাখাওয়াত

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন নির্বাচনকে সামনে রেখে নেতা-কর্মীদের মনোবল চাঙ্গা রাখতে এবং তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলাগুলো আইনিভাবে মোকাবিলা করতে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। ‘জুলাই বিপ্লবের’ পর দায়ের হওয়া মামলাগুলোর সকল ডকুমেন্টসহ পুলিশ সুপার বরাবর দরখাস্ত প্রস্তুত করার জন্য তিনি নেতা-কর্মীদের প্রতি নির্দেশ দিয়েছেন।

রবিবার (৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির অন্তর্গত আলীরটেক ইউনিয়ন বিএনপির কর্মীসভা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “গত পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের পরে বিএনপির কিছু নেতা-কর্মীর বিরুদ্ধে অযথা মিথ্যা মামলায় তাদেরকে জড়ানো হয়েছে। সে বিষয়ে আমি বলতে চাই, যাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলার সূত্র সহ সকল মামলার ডকুমেন্টসহ পুলিশ সুপার বরাবর একটা দরখাস্ত লিখবেন আগামী দুই দিনের মধ্যে।”

তিনি জানান, মামলা নম্বর সহকারে দরখাস্তগুলো ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে হবে। তারা যাচাই-বাছাই ও সুপারিশ করে মহানগর কমিটির কাছে জমা দেবেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, “আমরা চাই না এই এলাকার যারা বিএনপি করেছে তারা কোনো মিথ্যা মামলায় হয়রানি হোক। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন যারা মিথ্যা মামলা খেয়েছেন, তাদেরকে সেই মামলা থেকে বাদ দেওয়া যায়। আর আমরা সফল হবো ইনশাল্লাহ।”

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সাখাওয়াত হোসেন খান দলের নেতা-কর্মীদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “নারায়ণগঞ্জ ৪ আসনে অনেককেই প্রার্থী থাকবে। আপনারা কোনো প্রার্থীকে অবলম্বন করবেন না। আপনার অবলম্বন করবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ধানের শীষের পক্ষকে।”

তিনি সবাইকে ধৈর্য ধারণ করে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দিয়ে বলেন, যাকেই ধানের শীষের নমিনেশন দেওয়া হবে, তার পক্ষেই সবাই কাজ করে বিএনপিকে বিজয়ী করতে হবে।

সাংগঠনিক বিষয়ে কঠোর বার্তা দিয়ে তিনি বলেন, “আজকে ইউনিয়ন বিএনপির কর্মীসভায় অনেক ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নেই, কিন্তু হাজির হয় নাই। এতে করে বুঝা যায় তারা অযোগ্য। অযোগ্যতা দিয়ে আর ইউনিয়নের ওয়ার্ড কমিটি হবে না।”

তিনি আগামী ১৫ দিনের মধ্যে নিষ্ক্রিয়দের বাদ দিয়ে যারা সক্রিয় ও আন্দোলন-সংগ্রামে ছিলেন, তাদেরকে নিয়ে নতুন কমিটি করে থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশ দেন এবং দ্রুত তা অনুমোদনের আশ্বাস দেন।

পরে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে আলীরটেক ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন বাজার, পথচারী ও ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ করেন।

আলীরটেক ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু এবং বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা।

RSS
Follow by Email