যদি সবাই এক না থাকি, তাহলে এই সেক্টরকে বাঁচাতে পারবো না: সেলিম সারোয়ার
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটিং ওনার্স এসোসিয়েশন (বিকেওএ) এর আসন্ন পরিচালনা পর্ষদ ২০২৫-২০২৭ নির্বাচনে ‘নিট ঐক্য ফোরাম’-এর পক্ষ থেকে ২২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (৫ জুলাই) মনোনয়নপত্র জমা দেওয়ার পর ফোরামের অন্যতম নেতা মো. সেলিম সারোয়ার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মো. সেলিম সারোয়ার জানান, “নিট ঐক্য ফোরামের পক্ষ থেকে আমরা ২২ জন আজকে মনোনয়নপত্র জমা দিলাম। আমরা এখনো নির্বাচনের ইশতেহার ঘোষণা করিনি। প্রার্থী চূড়ান্ত হলে আমরা আমাদের ইশতেহার দেবো।” তিনি আরও বলেন, “তবে আমাদের মূল কথা হলো একতা-শক্তি ও প্রগতি। আমরা যদি সবাই এক না থাকি, তাহলে এই সেক্টরকে বাঁচাতে পারবো না। এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করবো।”
নির্বাচিত হলে অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়ে মো. সেলিম সারোয়ার বলেন, “এবার নির্বাচিত করলে আমরা আমাদের অসমাপ্ত কাজগুলো করবো। এবারের নির্বাচন কমিশনার অনেক যোগ্য। আমাদের সদস্যদের প্রতি শতভাগ আস্থা আছে এবং আমরা শতভাগ নির্বাচিত হবো বলে বিশ্বাস করি।”