যথাযথ চিকিৎসাহীনতায় মৃত্যু হয়েছে জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের: টিপু
লাইভ নারায়ণগঞ্জ: জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ-এর আহ্বায়ক আবু হাসান টিপু। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, যথাযথ চিকিৎসাহীনতার কারণেই সালাউদ্দিনের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) এক শোকবার্তায় আবু হাসান টিপু এই অভিযোগ করে বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসার ব্যাপারে মুখে বাগাড়ম্বর করলেও বাস্তব চিত্র যে ভিন্ন, গাজী সালাউদ্দিন তার জীবন দিয়ে তা প্রমাণ করে গেলেন।”
আবু হাসান টিপু বলেন, জুলাই যোদ্ধাদের জন্য প্রদত্ত স্বাস্থ্যকার্ড নিয়েও ভোগান্তি পোহাতে হচ্ছে। তার অভিযোগ—ব্যতিক্রম ছাড়া কোনো সরকারি হাসপাতালেই এই কার্ড দিয়ে চিকিৎসা, ঔষধ বা প্যাথলজি টেস্ট বিনামূল্যে পাওয়া যায় না।
তিনি আরও বলেন, “উল্টোদিকে স্বাস্থ্যকার্ড দেখিয়ে চিকিৎসা চাইতে গিয়ে বহু জুলাই যোদ্ধা হাসপাতাল কর্মী এমনকি ডাক্তারদের কাছ থেকেও অপমানিত ও লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ রয়েছে।”
প্রসঙ্গত, গত বছর জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার আন্দোলনে নারায়ণগঞ্জে গুলিবিদ্ধ হন গাজী সালাউদ্দিন। ছররা গুলিতে তিনি এক চোখের দৃষ্টিশক্তি হারান এবং অপর চোখটিও ঝাপসা হয়ে যায়। অন্তর্বর্তীকালীন সরকারের গেজেটভুক্ত অতি গুরুতর আহতের তালিকার ১৩২ নম্বরে তার নাম ছিল।
টিপু জানান, সালাউদ্দিনের মুখমণ্ডল ও গলাতেও অসংখ্য গুলি লেগেছিল। গলার একাধিক স্প্রিন্টার শ্বাসনালীর পাশে থাকায় তা বের করা যায়নি। উন্নত চিকিৎসার অভাবে ১৫ মাসের ব্যক্তিগত প্রচেষ্টার পর গত রবিবার (২৬ অক্টোবর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।
