মৎস অধিদপ্তরের অভিযানে ২০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ
লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্পের আওতায় ও মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে এক অভিযানে ২০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে উপজেলা মৎস অধিদপ্তর।
দেশী প্রজাতির মাছ উন্নয়ন প্রকল্প এর আওতায় মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়নে একটি অভিযান পরিচালনা করে ২০ পিছ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল
জব্দ করা হয়েছে। সোমবার (৮ জুলাই) দুপুরে বিশনন্দী ফেরিঘাটে মৎস অধিদপ্তরের সিনিয়র কর্মকর্তা জেসমিন আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জব্দকৃত চায়না দুয়ারী জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এমনিতেই নদীতে পানির পরিমান কম থাকায় দেশীয় প্রজাতীর মাছ বিলুপ্ত হতে চলেছে। অপরদিকে উপজেলার বিভিন্ন এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী বা রিং জালসহ বিভিন্ন অবৈধ জাল দিয়ে দেশীয় মৎস্য শিকার করা হচ্ছে। এর ফলে বিভিন্ন প্রকারের মা মাছ ও মাছের পোনা এতে আটকা পড়ে জীববৈচিত্রময় হুমকির সম্মুখীন হচ্ছে। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।