শুক্রবার, নভেম্বর ১৪, ২০২৫
Led02রাজনীতি

মোহাম্মদ হাতেমকে সংগঠন ও ব্যবসায়ী কাজে সব সরকারে সাথে সম্পর্ক রাখতে হয়: বিএনপির প্রার্থী মনিরুল

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘আওয়ামী দোষর’ আখ্যা দিয়ে অনাকাঙ্খিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন কুমিল্লা-৬ আসনের সাবেক ৩বারের এমপি ও আসন্ন নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী মনিরুল হক চৌধুরী।

শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার দয়াপুরে বাদ জুম্মা গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি মোহাম্মদ হাতেমের রাজনৈতিক নিরপেক্ষতা ও শিল্পখাতে তাঁর ভূমিকার পক্ষে দৃঢ় অবস্থান ব্যক্ত করেন।

গণমাধ্যমের সামনে মনিরুল হক চৌধুরী বলেন, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও তাঁর পরিবারকে আমরা ছোট থেকে চিনি, তিনি ঢাকা মোহন ক্লাবের একজন সংগঠক ছিলেন। পারিবারিকভাবেই ব্যবসায়ী হিসেবে গড়ে উঠেছেন এবং বিকেএমইএ’র সহ-সভাপতি হয়েছেন। এক সময় [আওয়ামী লীগ] সভাপতির পদ দখল করে রেখেছিল। কিন্তু তিনি এক সাথে দুইটা পদ সামলিয়েছেন। এক, সহ-সভাপতির দায়িত্ব পালন করেছেন; দ্বিতীয়ত, বিকেএমইএ সংগঠনকে বাঁচিয়ে রেখেছেন। বাংলাদেশ টেক্সটাইল সমৃদ্ধির কৃতিত্ব তাঁর। তাঁর সম্পর্কে [‘আওয়ামী দোষর’ আখ্যা] এটা অন্যায় করা হয়েছে। সুতরাং এই সমস্ত কথা যারা বলে, তারা সঠিক নয়।”

তিনি আরও বলেন, আওয়ামী লীগের আমলে চাইলে সে বিকেএমইএ ছেড়ে দিতে পারত, যদি সে আওয়ামী লীগের আমলে বিকেএমইএ ছেড়ে দিতো, তাহলে আজ যে অবস্থায় আছে বিকেএমইএ, সেটাও থাকত না। আমি এমপি হয়েছি ৩বার । কিন্তু কখনো মোহাম্মদ হাতেম সাহেবকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বিএনপিসহ কোনো দলের রাজনীতিতে দেখি নাই। তাঁদের পরিবার একটা ধার্মিক পরিবার ও দেশের সেবক। যারা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে, তাদের সাথে ও প্রশাসনের সাথে আমি ব্যক্তিগতভাবে যোগাযোগ করব। এই ঘটনার একটা সম্মানজনক ফয়সালা বের করার চেষ্টা করব।”

“মোহাম্মদ হাতেম কখনই কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। ব্যবসা-বাণিজ্য, শিল্পখাত ও অর্থনীতির প্রয়োজনে তাঁকে বিভিন্ন সময় বিভিন্ন সরকারের পাশে থেকে পলিসি প্রণয়নে কাজ করতে হয়েছে” জানিয়ে বিএনপির এই নেতা বলেন, সংগঠন ও ব্যবসায়ী কাজে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের, এবং সরকারের সাথে সম্পর্ক রেথে কাজ করতে হয়। কুচক্রীমহল তাঁকে স্বৈরাচারের দোসর আখ্যা দিচ্ছে, এটা অন্যায়। এর তীব্র নিন্দা জানাচ্ছি।” তিনি সুষ্ঠ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

RSS
Follow by Email