মোবাইলের কারণে যুবকরা ক্রীড়া ও শিক্ষার দিকে অমনোযোগী হয়ে পড়ছে: গিয়াসউদ্দিন
লাইভ নারায়ণগঞ্জ: সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ গিয়াসউদ্দিন বলেন, নারায়ণগঞ্জের অনেক দুর্নাম হয়েছে, এই নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের গডফাদার ও তৈরি হয়েছে। তার জন্য নারায়ণগঞ্জে সুখ্যাতি মারাত্মকভাবে নষ্ট হয়েছে। আগামীতে আমাদের সন্তানেরা যাতে বুক উঁচু করে নারায়ণগঞ্জের পরিচয় দিতে পারে সেজন্য শিক্ষায়, স্বাস্থ্যে, ক্রিয়ায়, সাংস্কৃতি এবং প্রভৃতিতির দিকে এগিয়ে যেতে হবে। ঢাকার খেলার মাঠগুলোতে নারায়ণগঞ্জের ক্রীড়াবিদরা আবারও জায়গা দখল করবে।
শনিবার (৮ ফেব্রুয়ারি) সিদ্দিরগঞ্জের প্রগতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয় এক ফুটবল টুর্নামেন্ট। এসময় টুর্নামেন্টের উদ্বোধনের পর এক বক্তব্য এ কথা বলেন মোহাম্মদ গিয়াসউদ্দিন।
এসময় তিনি আরও বলেন, একজন শিক্ষার্থী শিক্ষিত হলেই তার মেধা দিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে। তেমনি খেলাধুলার মাধ্যমে সারা পৃথিবীর সকল মানুষদের একটা বন্ধুত্বের সুবন্ধন করার সুযোগ থাকে। আমাদের দেশে এমন অনেক খেলোয়াড় আছেন যাদের মাধ্যমে পৃথিবীর অনেক মানুষ বাংলাদেশকে চেনে ও জানে। আমাদের দেশেই বিশ্বের শ্রেষ্ঠ অলরাউন্ডার সৃষ্টি হয়েছে। তারই পথ ধরে আমাদের যুবকরা ক্রিয়া বিশ্বে তার সম্মান অক্ষুন্ন রাখার চেষ্টায় লিপ্ত। সিদ্ধিরগঞ্জে এমন সমাজ কল্যাণ সংগঠন যতগুলো আছে সবগুলোর চেষ্টা থাকবে আমরা ছেলেমেয়েদের কিভাবে খেলাধুলার মাধ্যমে একজন ভালো নাগরিক তৈরি করা যায়। তাদের মাধ্যমে এলাকার সুনাম ও সুখ্যাতি অর্জন করা যেতে পারে। আজকের এই টুর্নামেন্টে ঘোষণা দেওয়ার সাথে সাথে অনেক যুবকেরা এসেছেন। আমাদের যুবকদের ভালো মানুষ হিসেবে গড়তে প্রয়োজন কিছু ব্যক্তি বা প্রতিষ্ঠানের মহান উদ্যোগ। আমাদের ছেলেমেয়েরা খেলার মাঠ পাইনি। এই সুযোগে মোবাইল তাদেরকে এমনভাবে গ্রাস করেছে, তারা এখন খেলাধুলার এবং পড়ালেখার ক্ষেত্রেও অমনোযোগী হয়ে পড়ছে। এই অবস্থা থেকে ফিরিয়া পেতে হলে ছেলেমেয়েদের মাঠে আনতে হবে। দর্শক হিসাবে এলাকার মানুষদেরও মাঠে আনতে হবে। খেলাধুলার মাধ্যমে আমাদের ছেলেমেয়েদের সুস্বাস্থ্য এবং সুন্দর বল আসবে। এ খেলাধুলার মাধ্যমে এক এলাকার মানুষের সাথে অন্য এলাকার মানুষের বন্ধুত্বের সেতুবন্ধনে আবদ্ধ হবে। নারায়ণগঞ্জকে আবার খেলাধুলার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।