বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫
Led04রূপগঞ্জ

মোটরসাইকেলে প্রতিযোগিতায় নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু

লাইভ নারায়ণগঞ্জ: রূপগঞ্জের পূর্বাচলে ৩০০ ফুট সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

কাঞ্চন হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক সোহেল রানা জানান, নিহতরা হলেন আবরার কবির দিপ (২১) এবং সুমন (২০)। আবরার রাজধানীর কাফরুল থানার কামাল খান রোডের এবং সুমন শ্যাওড়াপাড়া এলাকার বাসিন্দা। আহত অপর শিক্ষার্থী, রাব্বি (২০), বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন তরুণ ৩০০ ফুট সড়কে প্রতিযোগিতায় নেমেছিলেন। অতিরিক্ত গতির কারণে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। এতে আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন। অপর মোটরসাইকেলটিও ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং আশিয়ান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরার ও সুমনকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পূর্বাচল স্টেশনের স্টেশন অফিসার উদ্দীপন ভক্ত জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তবে ততক্ষণে স্থানীয়রা মোটরসাইকেলের আগুন নিভিয়ে ফেলেছিলেন। পরে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ পরিদর্শক সোহেল রানা নিশ্চিত করেছেন, নিহত ও আহত সবাই একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

RSS
Follow by Email