রবিবার, জানুয়ারি ২৬, ২০২৫
Led03আড়াইহাজারআদালত

মেয়াদউত্তীর্ণ পন্য বিক্রির দায়ে মুসলিম সুইটস ও কবির স্টোরকে জরিমানা

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গোপালদী বাজারের অধিকাংশ দোকানে নেই ট্রেড লাইসেন্স। এছাড়া দ্রব্যমূল্য টানানো হয়না, ভেজাল খাদ্য থাকে, অতিরিক্ত মূল্য আদায় করা হয় ও মেয়াদোত্তীর্ণ কোন পন্য বিক্রি করে। তারই ধারাবাহিকতায় ভ্রম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি।

রবিবার (২৪ নভেম্বর) বিকেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানের খবর পেয়ে পুরো বাজারের প্রায় অধিকাংশ দোকান বন্ধ করে পালিয়ে যান দোকানিরা।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথি। তিনি জানান, আড়াইহাজারে গোপালদী পৌরসভার গোপালদী বাজারে অভিযান চালিয়ে দুই দোকানকে ১১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। অভিযানে মুসলিম সুইটস নামে একটি দোকানকে ১ হাজার ও খাবারের মেয়াদ না থাকায়, ভোক্তা অধিকার আইনে কবির স্টোরকে ১০ হাজার টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

তিনি আরও জানান, অভিযান চলাকালীন অন্তত অর্ধশতাধিক দোকানকে সতর্ক করা হয়। দ্রব্যমূল্য টানানো, ভেজাল না দেয়া, অতিরিক্ত মূল্য আদায় না করা ও মেয়াদোত্তীর্ণ কোন পন্য বিক্রি না করতে সতর্ক করা হয়। আমাদের এই নিয়মিত অভিযান অব্যহত থাকবে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানাজ পারভীন বীথির নেতৃতে অভিযানে আরও উপস্থিত ছিলেন গোপালদী তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক আতিকুর রহমান, প্রকৌশলী ইব্রাহীম, পৌরসভার হিসাবরক্ষন আব্দুর রহমান।

RSS
Follow by Email