মেধা বিকাশের সুযোগ পেলে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা ‘অসাধারণ সাফল্য’ অর্জন করবে: ডিসি
লাইভ নারায়ণগঞ্জ: “বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা সমাজের বোঝা নয়, বরং তারা সমাজের গুরুত্বপূর্ণ অংশ”—মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি দৃঢ়ভাবে বলেছেন, এই শিশুদের যথাযথ সহায়তা ও সুযোগ দেওয়া গেলে তারা নিজ নিজ ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করতে সক্ষম হবে।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কে অবস্থিত সুইড বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।
ডিসি জাহিদুল ইসলাম মিঞা নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে শিশুদের জন্য ফুল, চকলেট ও মিষ্টান্ন নিয়ে যান। জেলা প্রশাসককে নিজেদের মাঝে পেয়ে শিশুরা উচ্ছ্বসিত হয়ে ওঠে।
জেলা প্রশাসক শিশুদের মেধা বিকাশের ওপর জোর দিয়ে বলেন, “এই শিশুদের অনেকের মধ্যেই রয়েছে বিশেষ মেধা ও দক্ষতা। আমাদের কাজ হবে সেই মেধা ও প্রতিভা খুঁজে বের করে তা বিকশিত করার সুযোগ করে দেওয়া।” তিনি আরও যোগ করেন, শিশুরা যে সেক্টরে আগ্রহী, সেই সেক্টরে কাজ করার সুযোগ পেলে তারা উল্লেখযোগ্য সাফল্য দেখাতে পারবে।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পরিবারের সংগ্রামের কথা স্মরণ করে তিনি বলেন, “যেসব পরিবারে চ্যালেঞ্জ শিশু রয়েছে, তারা প্রতিদিন নানা ধরনের কষ্ট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে যান—যা কেবল তারাই উপলব্ধি করতে পারেন।” তিনি আশ্বস্ত করেন, জেলা প্রশাসন সবসময় তাদের পাশে আছে।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা শিরিন, সুইড কমিটির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহনেওয়াজ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল আমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।