বুধবার, নভেম্বর ২০, ২০২৪
সোশ্যাল মিডিয়া

মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী নিয়ে নোয়াখালীতে না.গঞ্জ ৯৫ ব্যাচ

লাইভ নারায়ণগঞ্জ: নোয়াখালীতে বন্যাদুর্গত মানুষদের বিনামূলে মেডিকেল ক্যাম্প ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ সংগঠনের নেতৃবৃন্দরা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের বাবুনগর গ্রামে ২ শতাধিক পরিবারকে এ খাদ্য বিতরণ করা হয়। এছাড়াও বন্যাদুর্গতদের স্বাস্থ্য সুরক্ষায় সেখানে একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পও অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি পরিচালনা করেন ডা. মোঃ বদরুল আহসান রাজু।

ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচ সংগঠনের এ উদ্যেগে উপস্থিত ছিলেন, আশরাফুল ইসলাম টুকু, নবীন সিদ্দিকী নবী, রাশেদুল ইসলাম রাসেল, মোর্শেদ হাসান।

প্রসঙ্গত, ২০২২ সালে সুনামগঞ্জ ও সিলেটের ভয়াবহ বন্যার সময়েও ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচের বন্ধুরা বন্যার্তদের সহযোগিতার উদ্যোগ নেয়। সেসময় সুনামগঞ্জের জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে বন্যা কবলিত ৫০০+ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছিল। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, পেয়াজ, লবন, বিস্কুট, ইন্সট্যান্ট নুডলস, ওষুধের মধ্যে ছিল ওরস্যালাইন,নাপা ইত্যাদি। দুর্গম পানিবন্দী অঞ্চলে গিয়ে ট্রলার যোগে বাড়ি বাড়ি ঘরে পানিবন্দী পরিবারগুলোর হাতে খাদ্যসামগ্রী পৌছে দিয়েছিল বন্ধুরা। এছাড়াও বিগত দিনে কাশিপুর ভয়াবহ বিস্ফোরণে নিহত এক বন্ধুর পরিবারসহ ক্যান্সার আক্রান্ত দুই বন্ধুর চিকিৎসায় সহায়তা করাসহ নানা ধরনের মানবিক উদ্যোগ নিয়ে আসছে ইউনাইটেড নারায়ণগঞ্জ ৯৫ ব্যাচের বন্ধুরা ।

RSS
Follow by Email