মেট্রোরেল প্রকল্প থেকে না.গঞ্জকে বাদ দেওয়ার প্রতিবাদে জামায়াতের স্মারকলিপি
লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে মেট্রোরেলের এমআরটি লাইন-২ প্রকল্পে সম্প্রসারণের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী ও জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে জামায়াত নেতারা এই স্মারকলিপি প্রদান করেন, যেখানে নারায়ণগঞ্জকে এই গুরুত্বপূর্ণ প্রকল্প থেকে বাদ না দেওয়ার জোর দাবি জানানো হয়।
স্মারকলিপিতে জামায়াত নেতৃবৃন্দ উল্লেখ করেন, রাজধানী ঢাকার পাশেই অবস্থিত নারায়ণগঞ্জ একটি ঘনবসতিপূর্ণ শিল্পাঞ্চল। প্রতিদিন ২ লক্ষাধিক মানুষ ঢাকা ও নারায়ণগঞ্জের মধ্যে যাতায়াত করেন। কিন্তু তীব্র যানজট, ভাঙাচোরা সড়ক, অতিরিক্ত ভাড়া এবং পর্যাপ্ত পরিবহন সংকটের কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র কার্যকর সমাধান হলো নারায়ণগঞ্জে মেট্রোরেল সম্প্রসারণ, যার মাধ্যমে দ্রুত সময়ে ঢাকা যাতায়াত সম্ভব হবে।
জামায়াত নেতারা আরও বলেন, “আমরা ইতোপূর্বে জেনেছিলাম যে মেট্রোরেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ শহর। এমআরটি লাইন-২ প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জ বাস টার্মিনাল, জালকুড়ি, ভূঁইগড় ও সাইনবোর্ডে চারটি রেল স্টেশন নির্মাণের পরিকল্পনা চলছিল। এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছিল ২৯ হাজার ৫৭১ কোটি টাকা এবং এর বিস্তারিত সমীক্ষার কাজও চলছিল। কিন্তু আমরা সম্প্রতি জানতে পেরেছি যে সরকার সেই পরিকল্পনা থেকে সরে আসতে চাইছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তা আমাদের বোধগম্য নয় এবং আমরা মনে করি এটি নারায়ণগঞ্জের জনগণের প্রতি অবিচার।”
স্মারকলিপিতে জামায়াতে ইসলামী এই দাবিকে গণমানুষের দাবি হিসেবে উল্লেখ করে জানায়, যদি এই দাবি পূরণ না হয়, তবে তারা জনগণের সঙ্গে থেকে দাবি আদায়ে যেকোনো কর্মসূচি দিতে প্রস্তুত। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঈনুদ্দিন আহমাদ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর এবং ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবদুল জব্বার, মহানগরী সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আবদুল মোমিন প্রমুখ।