রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫
Led03সদর

মেট্রোরেল প্রকল্পে না.গঞ্জকে যুক্ত করার দাবি, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি

লাইভ নারায়ণগঞ্জ: এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে নারায়ণগঞ্জ ও মদনপুরকে সংযুক্ত করার দাবিতে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বৈরী আবহাওয়া উপেক্ষা করে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এই দাবি মানা না হলে গণঅনশন ও অবস্থান ধর্মঘটের মতো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ এর সভাপতিত্বে এবং সহকারী সাংগঠনিক সম্পাদক মাকিদ মোস্তাকিম শিপলু’র সঞ্চালনায় এই কর্মসূচিতে বিভিন্ন সংগঠন ও এলাকার সাধারণ মানুষ অংশ নেন।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব নুরউদ্দিন আহমেদ বলেন, “অবহেলিত নারায়ণগঞ্জকে সব সময় অবজ্ঞা করা হয়েছে।” তিনি আরও বলেন, প্রতিদিন হাজার হাজার কর্মজীবী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রী নারায়ণগঞ্জ থেকে ঢাকায় যাতায়াত করেন। ট্রেনের জন্য অপেক্ষা এবং বাসের যানজটে তাদের মূল্যবান কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে এমআরটি-২ মেট্রোরেল প্রকল্পে মদনপুরসহ নারায়ণগঞ্জকে অবশ্যই যুক্ত করতে হবে। তিনি আরও দাবি জানান, নারায়ণগঞ্জকে বিশেষ শ্রেণির জেলায় রূপান্তর এবং একটি নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করা হোক।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন “আমরা নারায়ণগঞ্জবাসী”র প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এবি সিদ্দিক, সিপিবি নারায়ণগঞ্জ জেলা সভাপতি শিবনাথ চক্রবর্তী, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন মন্টু এবং অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ নিরসনে মেট্রোরেল-২ প্রকল্পের সঙ্গে মদনপুরকে অবশ্যই সংযুক্ত করতে হবে। একই সঙ্গে নারায়ণগঞ্জে একটি বার্ন ইউনিট, একটি হার্ট সেন্টার, একটি মেডিকেল কলেজ হাসপাতাল এবং একটি পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠারও দাবি জানানো হয়। বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা মেট্রোরেলের দাবি প্রতিষ্ঠা করেই ছাড়ব ইনশাআল্লাহ্।”

মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালাম খোকন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

RSS
Follow by Email