বুধবার, সেপ্টেম্বর ১০, ২০২৫
রাজনীতি

মেট্রোরেল প্রকল্পে না.গঞ্জকে যুক্ত করার দাবি গণসংহতির

লাইভ নারায়ণগঞ্জ: মেট্রোরেলের এমআরটি-২ প্রকল্পে নারায়ণগঞ্জকে অন্তর্ভুক্ত করে এর দ্রুত বাস্তবায়নের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে গণসংহতি আন্দোলন। একই সাথে, তারা মেট্রোরেল কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জের অংশীজনদের নিয়ে একটি যৌথ সভা আহ্বানের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানিয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা’র কাছে এই স্মারকলিপি প্রদান করে।

স্মারকলিপি প্রদানকালে গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে দুটি কর্তৃপক্ষ কাজ করছে: ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ এবং ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। আমরা ইতোমধ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির কাছে স্মারকলিপি দিয়েছি এবং খুব শিগগিরই ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের কাছেও স্মারকলিপি প্রদান করব।”

তিনি আরও বলেন, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ গঠিত হয়েছে ঢাকার পার্শ্ববর্তী ছয়টি জেলার সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য। এর মধ্যে নারায়ণগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। তিনি জানান, তারা জেলা প্রশাসককে একটি সভা আহ্বানের অনুরোধ করেছেন, যেখানে মেট্রোরেল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং নারায়ণগঞ্জের অংশীজনরা উপস্থিত থাকবেন। জেলা প্রশাসক তাদের আশ্বস্ত করেছেন যে তিনি এ বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন এবং তাদের সামনেই যথাযথ কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।

তরিকুল সুজন বলেন, “বৃহত্তর ঢাকার পরিকল্পিত, সমন্বিত এবং আধুনিক পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। নারায়ণগঞ্জবাসীকে অসহনীয় যানজট থেকে মুক্ত করতে এবং প্রাচ্যের ডান্ডিখ্যাত এই শহরকে পরিকল্পিত ও টেকসই করতে মেট্রোরেলের আওতায় আনা আবশ্যক।” তিনি অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে ঢাকার নিকটবর্তী জেলা নারায়ণগঞ্জ বঞ্চনা, অবহেলা এবং ষড়যন্ত্রের শিকার হচ্ছে। তিনি নারায়ণগঞ্জবাসীকে ঐক্যবদ্ধভাবে এই বঞ্চনার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের জেলা যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস, মহানগর সমন্বয়কারী বিপ্লব খান এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি ফারহানা মানিক মুনা।

RSS
Follow by Email