মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে না.গঞ্জের কালাম নিহত
লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ে নিহত হয়েছেন নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকার বাসিন্দা আবুল কালাম (৪৫)। রবিবার (২৬ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে ফুটপাতে হাঁটার সময় ওপর থেকে পড়া ওই ধাতব অংশ তার মাথায় আঘাত হানলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের স্বজন আরিফ হোসেন জানান, শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা আবুল কালাম ঢাকায় একটি ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন এবং স্ত্রী-সন্তানদের নিয়ে পাঠানটুলিতে থাকতেন। তার মৃত্যুতে পরিবারটি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারালো।
মর্মান্তিক এই ঘটনার পর মেট্রোরেল কর্তৃপক্ষ তাৎক্ষণিক সহায়তার ঘোষণা দিয়েছে। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির জানিয়েছেন, নিহত আবুল কালামের দাফন-কাফনের ব্যবস্থা ছাড়াও পরিবারকে ৫ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হবে। পাশাপাশি, পরিবারে যোগ্য কাউকে মেট্রোরেলে চাকরিরও আশ্বাস দেওয়া হয়েছে।
মেট্রোরেল কর্তৃপক্ষ গভীর দুঃখ প্রকাশ করে ঘটনার কারণ অনুসন্ধানে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে।
