মঙ্গলবার, জুলাই ৮, ২০২৫
Led04সোনারগাঁ

মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করলো পরিবেশ অধিদপ্তর

লাইভ নারায়ণগঞ্জ:মেঘনা নদীর দূষণ নিয়ন্ত্রণে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন করেছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার (৮ জুলাই) সোনারগাঁও উপজেলার পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি দল এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর উপ-পরিচালক সৈয়দ আহমেদ কবির এবং নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক এ. এইচ. এম. রাসেদ ও সহকারী পরিচালক মো. মোবারক হোসেন।

এই পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল শিল্প-কারখানাগুলোর উদ্যোক্তাদের পরিবেশ সংক্রান্ত আইন মেনে চলার বিষয়টি নিশ্চিত করা এবং দূষণ নিয়ন্ত্রণে তাদের সক্ষমতা পর্যালোচনা করা। পরিদর্শনকালে সোনারগাঁও সীড ক্রাসিং মিলস লিমিটেড এবং মেঘনা পাল্প অ্যান্ড পেপার মিলস লিমিটেডের ইটিপি’র (Effluent Treatment Plant) আউটলেট থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

পরিদর্শনের সময় কারখানাগুলোর সামগ্রিক বর্জ্য ব্যবস্থাপনা, বায়ু ও পানি দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং ইটিপি’র কার্যকারিতা সরেজমিনে পরীক্ষা করা হয়। এছাড়া, পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক সৈয়দ আহমেদ কবির বলেন, “শিল্প উন্নয়নের সঙ্গে পরিবেশ সংরক্ষণ নিশ্চিত করতে হবে। আমরা নিয়মিত পরিদর্শনের মাধ্যমে এটি নিশ্চিত করতে কাজ করছি।” পরিবেশ অধিদপ্তর, সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন জানিয়েছেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষিত রাখতে এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

RSS
Follow by Email