মেঘনা টোলপ্লাজায় এক ব্যাক্তি আটক, ২ কেজি গাঁজা উদ্ধার
লাইভ নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ওই ব্যক্তি মাদক কারবারি। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে একটি বাস থেকে নেমে পালানোর চেষ্টার সময় গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম বাবলু শামসুল হক (৪৫)। তিনি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাদারপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে সোনারগাঁও থানার সাব-ইন্সপেক্টর (এসআই) মো. শহিদুর রহমানের নেতৃত্বে একটি দল মেঘনা টোলপ্লাজার সামনে একটি চেকপোস্ট বসায়। এ সময় তারা কুমিল্লা মেট্রো-ব-১১-০৩৬১ নম্বরের “এশিয়া ট্রান্সপোর্ট” বাসটি থামার সংকেত দেয়।
বাসটি থামার পর বাবলু শামসুল হক কৌশলে বাস থেকে নেমে পালানোর চেষ্টা করেন। তবে পুলিশ সদস্যরা তাকে দ্রুত ধাওয়া করে গ্রেপ্তার করে। তল্লাশির পর তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, বাবলু শামসুল হকের বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আজ আদালতে সোপর্দ করা হয়েছে।