বৃহস্পতিবার, ডিসেম্বর ১৯, ২০২৪
Led02আড়াইহাজার

মেঘনায় কুয়াশায় পথ হারালো ফেরি, অ্যাম্বুলেন্স-বরযাত্রীসহ ২শ’ যাত্রী উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: মেঘনা নদীতে ঘন কুয়াশায় পথ হারিয়ে ফেলে একটি ফেরি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এর ফোনে ২০০ যাত্রীসহ ফেরি উদ্ধার করেছে নৌ পুলিশ। রবিবার (১৫ ডিসেম্বর) তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর (ইননচার্জ) স্বরজিৎ কুমার ঘোষ।

তিনি জানান, শনিবার রাত সাড়ে তিনটায় মেঘনা নদীর ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ফেরিঘাট থেকে ঘন কুয়াশায় ভুল পথে, প্রায় দুই কিলোমিটার চলে যাওয়ার পর নুর আলম নামের একজন যাত্রী ৯৯৯ নম্বরে ফোন করেন। তাদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিষনন্দী ফেরিঘাট। ঘন কুয়াশায় সঠিক পথ নির্ণয় করা তাদের জন্য দুরূহ ব্যাপার। ফেরিতে অ্যাম্বুলেন্সে রোগী, বরযাত্রীবাহী গাড়িসহ ২০০ যাত্রী ছিল। এ অবস্থায় কলার তাদের উদ্ধারের ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানিয়ে ৯৯৯ নম্বরে ফোন করেন।

পুলিশ জানান, কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কল টেকার কন্সটেবল তৌহিদুল ইসলাম এবং কলার ও উদ্ধার সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছিলেন ৯৯৯ ডিসপাচার এসআই আব্দুল মানান। ৯৯৯ থেকে সংবাদ পেয়ে আড়াইহাজারের খাগকান্দা নৌ পুলিশ ফাঁড়ির একটি দল এবং সড়ক ও জনপদের ফেরি রক্ষণাবেক্ষণ উপবিভাগের একটি দল উদ্ধার কাজে নিয়োজিত হয়। পরে যৌথ উদ্ধার প্রচেষ্টায় ফেরিটি উদ্ধার করে নিরাপদে আড়াইহাজার বিষনন্দী ফেরি ঘাটে পৌঁছে দেওয়া হয়।

RSS
Follow by Email