শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
আদালতজেলাজুড়েসোনারগাঁ

মেঘনায় ভ্রাম্যমাণ আদালত: ৬ জেলেকে জেলা ও অর্থদন্ড

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত উপজেলার বিশনন্দী, টেতিয়া, চৈতনকান্দায় মেঘনায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জাহান কনকের নেতৃত্বে চলে ওই অভিযান।

এ সময় ইলিশ সংরক্ষণে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে ৬ জেলেকে দণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

নিষেধাজ্ঞা অমান্য করে ধরা ৫ কেজি ইলিশ মাছ, একটি মাছ ধরার বড় নৌকা, একটি বড় টোনা জাল ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় ও মাছগুলো স্থানীয় মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

এদিকে ভ্রাম্যমাণ আদালত হাবিবুর রহমানের ছেলে হাছান (১৮) ও করিমের ছেলে আসিফকে (২২) ৫ হাজার টাকা অর্থদণ্ড করে। একই সঙ্গে মৃত হক সাবের ছেলে মুক্তার মাঝি (৩০), আব্দুল খালেকের ছেলে আলী মিয়া (৫০), আব্দুস সামাদের ছেলে মোহাম্মদ ছালাউদ্দিল ও মোসলেম উদ্দিনের ছেলে সাদ্দাম হোসেনকে (২৫) দুই দিন করে কারাদণ্ড দেওয়া হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, খাগকান্দা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম প্রমুখ।

RSS
Follow by Email