মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫
ফতুল্লা

মুসলিম নগর এলাকার জলাবদ্ধতা নিরসনে ইউএনও’র আশ্বাস

লাইভ নারায়ণগঞ্জ: ফতুল্লার মুসলিম নগর-নবীনগর এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার দ্রুত সমাধান হতে যাচ্ছে। ফতুল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন এই সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

মঙ্গলবার মহানগর জামায়াত নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন। জলাবদ্ধতার কারণে এই এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে সীমাহীন ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। এই সমস্যা সমাধানে স্থানীয়রা বিভিন্ন সময়ে বিভিন্ন দপ্তরে ধরনা দিয়েছিলেন।

সাক্ষাৎকালে মুসলিম নগর ও নবীনগর এলাকার ড্রেনেজ ব্যবস্থা সংস্কার এবং পয়ঃনিষ্কাশন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয়। ইউএনও তাসলিমা শিরিন তাদের দাবি মনোযোগ সহকারে শোনেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর সাবেক আমির মাওলানা মঈন উদ্দিন আহাম্মদ, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি হাফেজ আব্দুল মোমিন, এনায়েতনগর ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল, এবং মুসলিম নগর এলাকার বাসিন্দা মো. চাঁনমিয়া, মফিজুল ইসলাম, অ্যাডভোকেট ইস্রাফিল, অ্যাডভোকেট গোলাম মোস্তফা, আওলাদ হোসেন, আক্তার হোসেন, নয়াবাজার মসজিদের মুয়াজ্জিন কামরুল ইসলাম, রুহুল আমিন, মাসুদ, আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার ভুক্তভোগী মানুষ।

RSS
Follow by Email