রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04জেলাজুড়েরাজনীতিসদর

মুখে বলে নয়, আন্দোলন করতে রাজপথে নামতে হবে: আজাদ

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমরা কেউ আজ ভালো নেই। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কারারুদ্ধ অবস্থায় আমরা কেউ ভালো থাকতে পারি না। বাংলাদেশের কোন মানুষ দেশ নেত্রী খালেদা জিয়াকে কারাবন্দি রেখে ভালো থাকতে পারে না।

সোমবার (১ জুলাই) নগরীর শহীদ মিনারে জেলা-মাহনগর বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত কর্মসূচীতে এ কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে এ সমাবেশ পালিত হয়। মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এবং মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

এছাড়া প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ ও বেনজির আহম্মেদ টিটো।

সমাবেশে আজাদ আরও বলেন, আমরা আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে দেশ নেত্রী খালেদা জিয়াকে মুক্ত করবো। এ কথা শুধু মুখে বললে হবে না। আন্দোলন আগেও হয়েছে। অনেকে ছিলেন, অনেকে ছিলেন না। কিন্তু আন্দোলন নিয়ে সবাই কথা বলি। সবাই মিলে আন্দোলন করতে হবে। রাজপথে নামতে হবে।

RSS
Follow by Email