রবিবার, আগস্ট ১০, ২০২৫
Led05রাজনীতি

মুক্তিযোদ্ধা সংসদের নতুন কমিটি গঠন, আহ্বায়ক মোহাম্মদ আলী

লাইভ নারায়ণগঞ্জ: দেশের গর্ব ও জাতির অহংকার মুক্তিযোদ্ধাদের কল্যাণে কাজ করতে এবং পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৬ জুলাই কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভায় এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীকে আহ্বায়ক, বীর মুক্তিযোদ্ধা শেখ মো. দিলওয়ার হোসেনকে যুগ্ম-আহ্বায়ক এবং বীর মুক্তিযোদ্ধা মো. নূর আলম মিয়াকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নঈম জাহাঙ্গীর ও সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান এই নতুন কমিটির অনুমোদন দেন।

নবগঠিত এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন: বীর মুক্তিযোদ্ধা মো. ইব্রাহীম, মোছাদ্দেক হোসেন, শাহজাহান ভূঁইয়া, সিরাজুল ইসলাম, মো. হোসেন, আমান উল্লাহ মিঞা ও সৈয়দ আমির আলী।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই আহ্বায়ক কমিটি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন কল্যাণে কাজ করবে এবং দ্রুত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ নির্বাচিত কমিটি গঠনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেবে। নতুন কমিটি ঘোষণা হওয়ায় নারায়ণগঞ্জ জেলার মুক্তিযোদ্ধাদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে।

RSS
Follow by Email