বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
Led03জেলাজুড়েবন্দর

মুক্তিযোদ্ধা বাবার মৃত্যুবার্ষিকীতে ছাত্রনেতা ফাহিমের আবেগঘন স্ট্যাটাস

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: কদম রসুল পৌরসভা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম জসিম উদ্দিন কবিরের ১০ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। বুধবার (৩১ জানুয়ারি) বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন কবিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার ছোট ছেলে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আরাফাত কবির ফাহিমসহ পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করবেন।

বাবাকে স্বরণ করে আরাফাত কবির ফাহিম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেন, ‘পৃথিবীটা বড় মায়াময়। সময় বড়ই মেপে জপে চলে। কারো জন্য একটুকু ছাড়া নেই সময়ের। ঠিক এমনি সময়ের সাথে হারিয়ে যায় কত,কত স্মৃতি। কিন্তু কিছু স্মৃতি কখনোই হারাবার নয়। আবার,কিছু মানুষ কখনোই সময় থেকে হারিয়ে যায় না। ঠিক তেমনি আমার বাবা বীর মুক্তিযোদ্ধা, কদম রসূল পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি প্রয়াত জসিমউদ্দীন কবির এখনও চীর ভাস্বর মানুষের মনিকোঠায়। তার ১০ম মৃত্যু বার্ষিকীতে আমি তার সন্তান হিসাবে সকলের নিকট দোয়া প্রার্থী। আমি তার সন্তান হিসাবে নিজেকে গর্বিত মনে করি। কারন আমার বাবা ৭১ এর রনাঙ্গনের বীর সেনানী। আল্লাহ আমার বাবাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম দান করুন। আমিন।

উল্লেখ্য, বিগত ২০১৪ সালের ৩১ই জানুয়ারী এই বীর মুক্তিযোদ্ধা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

RSS
Follow by Email