শুক্রবার, আগস্ট ১৫, ২০২৫
Led02জেলাজুড়ে

মুক্তিযোদ্ধাদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেন ডিসি

লাইভ নারায়ণগঞ্জ: “আমার দরজা সকল মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের জন্য খোলা।”—মুক্তিযোদ্ধাদের প্রতি এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে নগরীর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জেলা ইউনিট কমান্ডের পরিচিতি সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য দেন।

জেলা প্রশাসক বলেন, যারা দেশের জন্য জীবন বাজি রেখে শহীদ হয়েছেন, তাদের আত্মত্যাগের বিনিময়েই এই দেশ অর্জিত হয়েছে। তিনি বলেন, “আপনারা জাতির সূর্যসন্তান, আপনাদের দেখে আমরা গর্ববোধ করি।” তিনি আরও জানান যে তার বাবাও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন, তাই মুক্তিযোদ্ধাদের প্রতি তার বিশেষ সম্মান ও আন্তরিকতা রয়েছে।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। তিনি বলেন, জেলা প্রশাসক একজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তিনি তাদের প্রতি খুবই আন্তরিক, তাই তার কাছে তাদের কোনো চাওয়া-পাওয়া নেই।

RSS
Follow by Email