শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
জেলাজুড়ে

মুক্তিযোদ্ধাদের ডিসি ‘যেকোন প্রয়োজনে আমরা এগিয়ে আসবো’

লাইভ নারায়ণগঞ্জ: মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে জেল প্রশাসন। সোমবার (১৬ ডিসেম্বর ) নারায়ণগঞ্জ জেলা শিল্প কলা একাডেমি অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়।

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মাহমুদুল হক।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মাহমুদুল হক বলেন, আপনারা নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদেরকে স্মরণ করবেন, যে কোনো ধরণের সমস্যা হলে আপনার দিকে এগিয়ে আসবো। আপনাদের আগামী দিন গুলো আরো ভালো কাটুক, আমাদের মাঝে আপনাদের কে যেনো বার বার ফিরে পাই সেই আশা আমরা করি।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বী, নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সাবেক ডেপুটি কমান্ডার এড. নরুল হুদা, নারায়ণগঞ্জ সদর কমান্ডার শাহজাহান ভূঁইয়া জুলহাজ সহ প্রমুখ।

RSS
Follow by Email