রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫
Led03বন্দর

মুক্তিযুদ্ধের বিরোধীরাই গণতন্ত্রের কথা বলছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: মুক্তিযুদ্ধের বিরোধীরাই গণতন্ত্রের কথা বলছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক। শনিবার (২২ জুলাই) বন্দর রেললাইন সংলগ্ন সমরক্ষেত্রে নবনির্মিত স্মৃতিসৌধ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেনন, ‘যারা সরাসরি আমাদের মহান মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছে, তারাই আজকে আবার গণতন্ত্রের কথা বলছে।’

দেশের সকল অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধদের রুখে দাঁড়াতে হবে উল্লেখ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ‘আমরা যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করে বাংলাদেশকে স্বাধীন করেছি, আমরা অস্ত্র জমা দিলেও টেনিং ও চেতনা জমা দেয়নি। তাই মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এই অপশক্তিকে মোকাবেলা করতে হবে।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ্য করে মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী বলেন, বিএনপি মহাসচিব তিন মাস আগে বলেছিলেন এর চেয়ে পাকিস্তান অনেক ভালো। কিন্তু কোন দিক থেকে পাকিস্তান ভালো। আসলে পাকিস্তানের পতাকা তাদের অন্তর থেকে যায়নি। পাকিস্তানকে তারা ভুলতে পারেনি, তাদের অন্তরে পাকিস্তানই রয়ে গেছে৷

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতিক) এমপি, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ সহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা।

RSS
Follow by Email