শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫
Led03সিদ্ধিরগঞ্জ

মুক্তিপণের জন্য অপহৃত মাদ্রাসাছাত্র না.গঞ্জ থেকে উদ্ধার

লাইভ নারায়ণগঞ্জ: রাজধানীর কদমতলী থেকে মুক্তিপণের জন্য অপহৃত ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে নারায়ণগঞ্জ থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করেছে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পের সদস্যরা। এই ঘটনায় অপহরণকারী মোখলেসুর রহমান রাজুকেও গ্রেপ্তার করা হয়েছে। শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে র‍্যাব।

শুক্রবার সকালে র‍্যাব-১০, সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্পে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ক্যাম্পটির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার এস এম হাসান সিদ্দিকী সুমন। এ সময় র‍্যাব-১০ এর মিডিয়া অফিসার তাপস কর্মকার উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১ সেপ্টেম্বর বিকালে কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকা থেকে মাহাদী হাসান হুজাইফা নামের শিশুটি নিখোঁজ হয়। পরদিন সকালে শিশুটির বাবার মোবাইলে অজ্ঞাত নম্বর থেকে কল আসে এবং মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। অপহরণকারীরা শিশুটির পরিবারের কাছ থেকে প্রাথমিকভাবে ৪০ হাজার টাকা আদায়ও করে নেয়।

শিশুটির পরিবার তার জীবনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে র‍্যাব-১০ এর অধিনায়ককে বিষয়টি জানালে দ্রুত তদন্ত শুরু হয়। র‍্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় যাত্রাবাড়ী ক্যাম্পের একটি বিশেষ টিম টানা ১৭ ঘণ্টা অভিযান চালায়। অবশেষে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াপদা কলোনীর একটি ভাড়া বাসা থেকে শিশুটিকে উদ্ধার করা হয় এবং অপহরণকারী রাজুকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজু জানায়, সে শিশুটিকে মোবাইল গেম, চকলেট ও বেড়ানোর প্রলোভন দেখিয়ে অপহরণ করে। পরে সে শিশুটিকে একাধিক স্থানে সরিয়ে পরিবারের ওপর চাপ বাড়াতে থাকে এবং আরও মুক্তিপণ আদায়ের চেষ্টা করে। শিশুটি বুঝতে পারে তাকে আটকে রাখা হয়েছে এবং সে ভীত হয়ে পড়েছিল।

র‍্যাব জানায়, এই ঘটনায় গ্রেপ্তার রাজুর সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধার হওয়া শিশু এবং গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি পদক্ষেপের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

RSS
Follow by Email