বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫
Led03আদালত

মীর জুমলা-শায়েস্তা খান সড়কে উচ্ছেদ অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: রমজান উপলক্ষ্যে যানজট নিরসনে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক, নগরীতে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে মীর জুমলা ও শায়েস্তা খান সড়কে ওই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চারটি প্রতিষ্ঠানকে ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্বদেন সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসন।

জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে জানায়, নির্দেশনা মোতাবেক এবং গতকালের রমজান উপলক্ষ্যে যানজট নিরসনে আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভার সিদ্ধান্ত মোতাবেক আজ সকাল ৯ টায় নারায়ণগঞ্জ জেলার বঙ্গবন্ধু রোড সংলগ্ন মীর জুমলা ও শায়েস্তা খান রোডে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়। মীর জুমলা রোডে উচ্ছেদ করে সিটি করপোরেশনের সহযোগিতায় ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করে যান চলাচলের উপযুক্ত করা হয়। একইসাথে মীর জুমলা রোডে বাস/ট্রাক মালিক সমিতির সহযোগিতায় বাস চলাচল শুরু করা হয়। উচ্ছেদ কার্যক্রম পরিচালনাকালে ৪ টি প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আরোপ করে আদায় করা হয়।

উচ্ছেদ কার্যক্রমে সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ নারায়ণগঞ্জ, বিজিব, র‍্যাব, আনসার ব্যাটালিয়ন সদস্য এবং নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।

RSS
Follow by Email