রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫
Led05বন্দররাজনীতি

মিলাদুন্নবী উপলক্ষে বন্দরে সাবেক চেয়ারম্যান মুকুলের দোয়া

লাইভ নারায়ণগঞ্জ: প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান মুকুল। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে বন্দর থানার ২৩ নং ওয়ার্ডের কবিলেরমোড়স্থ নিজ বাসভবনে এই দোয়া অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি এবং এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুস সবুর খান সেন্টু ও ফখরুল ইসলাম মজনু, মহানগর বিএনপি নেতা আবুল কাউছার আশা, অ্যাডভোকেট আনিছ মোল্লা, সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ফারুক চৌধুরী এবং মহানগর বিএনপি নেতা মেজবাউদ্দিন স্বপন।

এছাড়াও উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সহিদ মেম্বার, হাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত, সিপন ও সাফি, ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন, জুবায়ের চৌধুরী, হুমায়ন কবির মন্টি, ২৩ নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, আব্দুল মান্নান, ২৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রাসেল এবং ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াছ, বুলবুল, কামাল প্রমুখ।

অনুষ্ঠানে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) এর প্রতি শ্রদ্ধা জানানো হয় এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

RSS
Follow by Email