মিরপুরে অগ্নিকাণ্ড: না.গঞ্জে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ শুক্রবার
লাইভ নারায়ণগঞ্জ: গত ১৪ অক্টোবর মিরপুরে পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ জন শ্রমিকের নির্মম মৃত্যুর ঘটনাকে ‘কাঠামোগত হত্যাকাণ্ড’ আখ্যা দিয়ে এর বিচার ও ক্ষতিপূরণের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করতে যাচ্ছে গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলন।
গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলন এক বিবৃতিতে জানিয়েছে, মিরপুরের এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের যথাযথ ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে আগামীকাল শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ জেলা প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সংগঠনটি নিহত শ্রমিকদের প্রতি গভীর শোক প্রকাশ করে বলেছে, অতীতে তাজরীন, রানা প্লাজা-সহ অসংখ্যবার আগুনে পুড়ে কিংবা ভবন ধসে শ্রমিকদের জীবন দিতে হয়েছে। কিন্তু কোনো ঘটনারই দোষীদের দৃষ্টান্তমূলক বিচার হয়নি। তারা মনে করে, শ্রমিকের জীবন কেবল সংখ্যা নয়, প্রতিটিই মূল্যবান প্রাণ।
গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলনের সমন্বয়ক অঞ্জন দাসের সভানেতৃত্বে অনুষ্ঠিতব্য এই সমাবেশে বক্তব্য রাখবেন— শ্রমিক জাগরণ মঞ্চের কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক, ট্রাস্ট শ্রমিক ফেডারেশনের প্রধান সংগঠক এফ এম আবু সাঈদ, গার্মেন্ট শ্রমিক সংহতি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক আব্দুল আল মামুন, শ্রমিক জাগরণ মঞ্চ নারায়ণগঞ্জ জেলার ইনচার্জ জেসমিন আক্তার-সহ অন্যান্য শ্রমিক নেতৃবৃন্দ।
গণতান্ত্রিক গার্মেন্ট শ্রমিক আন্দোলন সকল শ্রমিক, পেশাজীবী ও মানবাধিকার কর্মীদের উক্ত কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে।