বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২০, ২০২৫
Led01Led02Led03আদালত

মিরজুমলা সড়ক দখলমুক্ত করতে জেলা প্রশাসনের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: অবৈধ ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। রবিবার (১৬ ফেব্রুয়ারি) নগরীর দিগু বাবুর বাজার সংলগ্ন মিরজুমলা সড়কে ওই অভিযান পরিচালনা করা হয়। এ সময় অভিযানে চলাকালীন ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করা হয়।

দখলমুক্ত অভিযানে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হুসাইন। এছাড়া সাথে ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিনিধি ও কর্মচারীবৃন্দ।

এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন থেকে জানায়, মিরজুমলা রোড দ্বিগু বাবুর বাজার এলাকায় অবৈধ ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করতে অভিযান পরিচালনাসহ ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো. আলমগীর হুসাইন। এ সময় ব্যবসায়ীদেরকে রাস্তাটি গাড়ি চলাচলের জন্য সচল রাখার নির্দেশনা প্রদানসহ অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়ার তাগিদ দেয়া হয়।

RSS
Follow by Email