শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
রাজনীতি

‘মিথ্যা’ সংবাদ প্রকাশে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নিন্দা ও প্রতিবাদ

লাইভ নারায়ণগঞ্জ: গণমাধ্যমে ভুল তথ্য দিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশে তীব্র নিন্দা জানিয়েছে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি। তথ্য যাচাই করে সাংবাদিকদের সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও একটু সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ।

শনিবার (৩০ নভেম্বর) সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নারায়ণগঞ্জ জেলা বিএনপির অন্তর্ভূক্ত প্রতিটি থানা, ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা মেনে জেলা বিএনপির সভাপতি জনাব মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সাধারণ সম্পাদক জনাব গোলাম ফারুক খোকনের নেতৃত্বে ঐক্যব্ধভাবে সকল প্রকার দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছি। আমাদের মধ্যে কোনো প্রকার বিভেদ নেই। আমরা বিএনপির প্রতিটি নেতাকর্মী একটি পরিবার। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা সকলেই ঐক্যবন্ধ।

অপ্রিয় হলেও সত্য যে, আমাদের মধ্যে কোনো প্রকার বিভেদ না থাকার পরও ‘সিদ্ধিরগঞ্জ থানা বিএনপিতে বিভক্তি’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ হচ্ছে যা অত্যন্ত দুঃখজনক। আমরা এমন মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সকল ওয়ার্ড, ইউনিয়ন এবং থানা কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠিত হয়েছে। আমরা মনে করি আমাদের ঐক্যে চির ধরানোর লক্ষ্যে পতিত স্বৈরাচার শেখ হাসিনার দোসররা জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সুকৌশলে বিভেদ সৃষ্টির পাঁয়তারা করছে। আমরা আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। গঠনতন্ত্র বিরোধী কার্যক্রমে যারা জড়িত হচ্ছে তারা শাস্তিযোগ্য অপরাধ করছে।

জাতির বিবেক সাংবাদিক ভাইদের প্রতি আমাদের অনুরোধ, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে আরও একটু সতর্কতা অবলম্বন করুন। একই সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ড বিএনপির নির্বাচিত সভাপতি মাসুদুজ্জামান মন্টু ও সাধারন সম্পাদক মহিউদ্দিন শিকদার কিন্তু বিভিন্ন সংবাদে বাবুল প্রধানকে অত্র ওয়ার্ডের সভাপতি এবং রাকিবুল ইসলাম দেওয়ানকে সাধারন সম্পাদক দাবি করে সংবাদ প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণরূপে অসত্য এবং উদ্দেশ্য প্রণোদিত। সংবাদ পরিবেশনায় আরও যত্নবান হওয়ার জন্য সাংবাদিক ভাইদের অনুরোধ করছি।

পতিত স্বৈরাচারের নারায়ণগঞ্জ এর গডফাদার শামীম ওসমানের সাথে আতাঁত করে যে ব্যক্তিটি কাজ করেছে সেই ব্যক্তিটি শামীম ওসমানের নির্দেশনায় দলের গঠনতন্ত্র অমান্য করে কতিপয় বিএনপির নেতা-কর্মীদের নিয়ে সভা-মিছিল করে তাদের বিপদগামী করছে। আমরা সুন্দর একটি নারায়ণগঞ্জ গঠনের লক্ষ্যে, ভালো মানুষের নেতৃত্ব প্রতিষ্ঠিত করার লক্ষ্যে জনাব তারেক রহমানের নির্দেশনাক্রমে কাজ করে যাচ্ছি।

RSS
Follow by Email