বুধবার, আগস্ট ২০, ২০২৫
Led03অর্থনীতি

মিথ্যা মামলা ও শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে চাষাঢ়ায় অবরোধ

লাইভ নারায়ণগঞ্জ: মিথ্যা মামলা দেওয়া ও শ্রমিকদের বিনা দোষে বরখাস্ত করার প্রতিবাদে ‘ফতুল্লা নয়মাটি এলাকার ইউরোটেক্স’ শ্রমিকরা অবরোধ করেছে। সোমবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত চাষাড়া গোল চত্বর সড়ক অবরোধ করে রাখে তারা।

শ্রমিকদের আন্দোলনের দাবি ছিল, তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে এবং শ্রমিকদের বিনা দোষে বরখাস্ত করা হয়েছে। দুপুর ২টায় নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানা পুলিশ ও নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সমঝোতায় গার্মেন্ট মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিলে সড়ক থেকে সরে যায় আন্দোলনরত শ্রমিকরা। পরে তারা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে তাদের দাবি-দাওয়া নিয়ে হাজির হয়। শ্রমিকদের অভিযোগ, ইউরোটেক্স মালিকপক্ষ বিভিন্ন সময় বহিরাগত সন্ত্রাসী দিয়ে শ্রমিকদের শায়েস্তা করে আসছিল। শ্রমিক আন্দোলনে নামলেই তারা ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আসে।

এদিকে সড়ক অবরোধের কারণে ঢাকার সাথে নারায়ণগঞ্জের যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়, শহরের চাষাড়া পর্যন্ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। একইভাবে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের নারায়ণগঞ্জের লেনে প্রায় পাঁচ থেকে ছয় কিলোমিটার যানজট সৃষ্টি হয়। তবে দুপুর ২টার পর গার্মেন্টস মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নেওয়ায় সড়ক অবরোধ থেকে শ্রমিকরা সরে আসলে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে যান চলাচল স্বাভাবিক হয়।

আন্দোলনরত ইউরো ট্যাক্সের শ্রমিকরা বলেন, আমাদের ২৭ জন শ্রমিককে বিনা দোষে ছাঁটাই করা হয়েছে এবং দুই কোটি টাকার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। বাহির থেকে ক্যাডার বাহিনী এনে শ্রমিকদের হয়রানি করা হচ্ছে। আমরা শ্রমিকদের নিরাপত্তা চাই। এ সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার চাই। শ্রমিকদের বিরুদ্ধে ২ কোটি টাকা মিথ্যা মামলা দেওয়ার পরে আরও ৮ কোটি টাকার ক্ষতি পূরণের মিথ্যা মামলা দিয়েছে মালিকপক্ষ। মিথ্যা মামলাসহ বিনা বিচারে ২৭ জন শ্রমিককে বরখাস্ত করেছে মালিকপক্ষ। এর প্রতিবাদে তারা আন্দোলনে নেমেছে।

এ বিষয়ে নারায়ণগঞ্জের ফতুল্লা থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মো. শরিফুল ইসলাম জানান, শ্রমিকদের বিরুদ্ধে যে মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করা হবে বলে মালিকপক্ষ জানিয়েছে। একই সাথে বরখাস্তকৃত শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করা হবে বলে মালিকপক্ষ নিশ্চিত করেছে। দাবি মেনে নেওয়ায় শ্রমিকরা সড়ক থেকে সরে গিয়েছে এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়েছে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পুলিশ সুপারের সমঝোতায় আপাতত শ্রমিক আন্দোলন নিবৃত করা হয়েছে।

RSS
Follow by Email