মিথ্যা দিয়ে কখনো সত্যকে দমিয়ে রাখা যায় না: জব্বার
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি সুন্দর, ন্যায়ভিত্তিক ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন করে যাচ্ছে, উল্লেখ করে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী মাওলানা আবদুল জব্বার মন্তব্য করেছেন, “দেশের মানুষ এখন বুঝতে পেরেছে, মিথ্যা দিয়ে কখনো সত্যকে দমিয়ে রাখা যায় না।”
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাদ আসর গোগনগর ইউনিয়নের ফকির বাড়ি এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
বিগত সময়ে ফ্যাসিবাদী সরকার তাদের আন্দোলনের কারণে অনেক নেতাকে শহীদ করেছে বলেও তিনি উল্লেখ করেন। গণসংযোগকালে তিনি জনগণের কাছে দোয়া ও সমর্থন কামনা করে বলেন, “সুযোগ এসেছে দেশকে দুর্নীতি মুক্ত করার।”
তিনি প্রতিশ্রুতি দেন, আল্লাহ যদি তাকে জনগণের খেদমত করার সুযোগ দেন, তবে তিনি গোগনগর-সৈয়দপুর এবং ফকির বাড়ির দীর্ঘদিনের বড় সমস্যাগুলো দূর করবেন। পাশাপাশি, সমাজ থেকে মাদক, কিশোর গ্যাং, চাঁদাবাজি, দখলদারিত্ব নির্মূল করার অঙ্গীকার করেন।
মাওলানা আবদুল জব্বার আরও বলেন, শিক্ষিত বেকারদের নিজ নিজ অবস্থান ভেদে চাকরির ব্যবস্থা করা হবে, কর্মসংস্থানের নিরাপত্তা বৃদ্ধি করা হবে এবং শ্রমিকের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হবে।
মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন-এর নেতৃত্বে এই গণসংযোগে আরও উপস্থিত ছিলেন থানা আমীর খলিলুর রহমান টিটু, থানা সেক্রেটারি আলী আহমাদ, থানার কর্মপরিষদ সদস্য ও গোগনগর ইউনিয়ন দক্ষিণের সভাপতি মাওলানা আখতার হোসাইন এবং থানা কর্মপরিষদ সদস্য মাওলানা মনির হোসাইন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগটি ৮ নং ওয়ার্ডের ফকির বাড়ি থেকে শুরু হয়ে পূবালী সল্ট মোড় হয়ে সৈয়দপুর কড়ইতলায় একটি পথসভার মাধ্যমে শেষ হয়।