মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫
জেলাজুড়ে

মা ইলিশ রক্ষায় তৎপর কোস্টগার্ড: পদ্মা-মেঘনায় ২৪ ঘণ্টা অভিযান

স্টাফ করেসপন্ডেন্ট, লাইভ নারায়ণগঞ্জ: ইলিশের প্রধান প্রজনন মৌসুম সফলভাবে কার্যকর করতে পদ্মা ও মেঘনা নদীসহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে নজিরবিহীন তৎপরতা শুরু করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মা ইলিশ সংরক্ষণ ও জাটকা নিধন প্রতিরোধে ইলিশের অভয়াশ্রমগুলোতে দিনে ও রাতে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন টহল দিচ্ছে কোস্টগার্ডের বিশেষ দল। এই কঠোর নজরদারির ফলে অবৈধ কারেন্ট জালের ব্যবহার উল্লেখযোগ্য হারে কমে এসেছে বলে জানিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরের মোহনায় কোস্টগার্ডের বিশেষ অভিযান চলাকালে সাংবাদিকদের এ তথ্য জানান কোস্টগার্ডের ঢাকা জোনের স্টাফ অফিসার (অপারেশন্স) লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার।

এদিন মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যদের কয়েকটি নৌযানের মাধ্যমে দিনভর টহল দিতে দেখা যায়। এ সময় চাঁদপুরের মোহনায় জেলেদের ফেলা কিছু কারেন্ট জালও জব্দ করেন তারা।

লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার বলেন, “প্রতিষ্ঠালগ্ন থেকে কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূল এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বের সঙ্গে অবদান রেখে চলেছে। মৎস্য সম্পদ রক্ষায় জাটকা নিধন প্রতিরোধ, মা ইলিশ সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরা নিষেধাজ্ঞা চলাকালীন কঠোর নজরদারিসহ প্রতিনিয়ত আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংসকারী এবং মাছের প্রজনন ব্যাহত করে এমন আর্টিসনাল ট্রলিং বোটের মাধ্যমে মাছ শিকারও তারা আটক করা শুরু করেছেন। চলমান অভিযানের ফলে এ ধরনের মাছ শিকারি বোটগুলোর ব্যবহার কমে এসেছে।

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০’ অনুযায়ী ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশের আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ এবং ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

কোস্টগার্ড কর্মকর্তা বলেন, “মা ইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্টগার্ড সবরকম ব্যবস্থা গ্রহণ করেছে। বিধিনিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন-রাত ২৪ ঘণ্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

তিনি আরও জানান, জেলেদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, লিফলেট বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে। একই সাথে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌবাহিনী, পুলিশ ও অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

লেফটেন্যান্ট রাফায়েল মনোয়ার মৎস্যজীবী ভাইদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, “আমরা বিশ্বাস করি, আজকের সংরক্ষণই আগামী দিনের প্রাচুর্য। আসুন, সবাই মিলে কোস্টগার্ডকে মা ইলিশ রক্ষায় সহায়তা করার মাধ্যমে সুনীল অর্থনীতিকে গতিশীল রাখতে সহায়তা করি।”

তিনি জোর দিয়ে বলেন, শুধু দিনে নয়, রাতেও তারা অভিযান পরিচালনা করছেন এবং এবারের জোরদার প্রচারণার কারণে জেলেরাও খুব সচেতন। সম্পূর্ন ২২ দিনের যাত্রায় কোস্টগার্ড তৎপর থাকবে।

RSS
Follow by Email