মঙ্গলবার, অক্টোবর ১৪, ২০২৫
Led05আড়াইহাজার

মা ইলিশ রক্ষায় কঠোর প্রশাসন: আড়াইহাজারে ৫০ হাজার মিটার অবৈধ জাল জব্দ

লাইভ নারায়ণগঞ্জ: মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে সরকার ঘোষিত নিষেধাজ্ঞার বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আড়াইহাজার উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর। সোমবার বিকেলে মেঘনা নদীর পাড়ে যৌথ অভিযান চালিয়ে প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। একই সঙ্গে ৮ কেজি পরিমাণ ইলিশও উদ্ধার করা হয়।

উপজেলার চৈতানকান্দা ও দয়াকান্দা এলাকার মেঘনা নদীর পাড়ে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দকৃত বিশাল পরিমাণ জাল স্থানীয় লোকজনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংস করা হয়। পাশাপাশি, উদ্ধার হওয়া ৮ কেজি ইলিশ স্থানীয় এতিমখানাগুলোতে বিতরণ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার। এ সময় তার সঙ্গে ছিলেন মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলামসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার এই বিষয়ে বলেন, “মা ইলিশ রক্ষায় আমাদের এই অভিযান নিয়মিত এবং কঠোরভাবে অব্যাহত থাকবে। নদীতে অবৈধ জাল ব্যবহার করে যারা আইন লঙ্ঘন করছে, তাদের বিরুদ্ধে আমরা নিয়মিতভাবে আইনগত ব্যবস্থা নিচ্ছি।”

কর্তৃপক্ষ জানিয়েছে, ইলিশের প্রজননকালীন সময়ে নদীর জীববৈচিত্র্য ও মৎস্য সম্পদ রক্ষায় এই ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

RSS
Follow by Email