শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
Led02আড়াইহাজারজেলাজুড়ে

মায়ের জন্য রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ সেই মেয়ে মারা গেছেন

লাইভ নারায়ণগঞ্জ: আড়াইহাজারে গ্যাসের চুলার উপর পড়ে গিয়ে মারাত্মক দগ্ধ হওয়া সেই মৃগীরোগী মারা গেছেন। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. বিধান সরকার।

নিহত মৃগীরোগীর নাম আইরিন আক্তার (৩২)। মৃত্যুর আগে মেয়েটির শরীর ৯৯ ভাগ পুড়ে আশংকাজনক অবস্থায় ছিলেন।

এর আগে, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের যোগারদিয়া গ্রামে, নিহত আইরিন তার বৃদ্ধা মায়ের জন্য রান্না করছিল। এ সময় হঠাৎ করেই সে অজ্ঞান হয়ে গ্যাসের চুলার উপরই পড়ে যায়। কিছু সময় পর পোড়ার গন্ধে আশপাশের লোকজন ছুটে এসে আইরিনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। তার বৃদ্ধা মা ঘুমিয়ে থাকায় তিনিও ঘটনা টের পাননি। এ সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ১১৫নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

RSS
Follow by Email