শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫
রাজনীতি

মাসুদুজ্জামানের পক্ষে ৩১ দফার লিফলেট বিতরণ

লাইভ নারায়ণগঞ্জ: ন্যায় ও গণতন্ত্রের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রণীত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” কর্মসূচি নারায়ণগঞ্জের ২৭ নম্বর ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদের পক্ষ থেকে আজ ২৩ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার এই প্রচারপত্র বিতরণ করা হয়।

বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ এ প্রসঙ্গে বলেন, “৩১ দফা হলো গণমানুষের চুক্তিপত্র। এতে আছে ন্যায়, উন্নয়ন ও স্বাধীনতার নিশ্চয়তা। আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি ঘরে ঘরে, কারণ বিএনপি বিশ্বাস করে – গণতন্ত্রই জনগণের আসল শক্তি। অধিকার প্রতিষ্ঠার এই পথ থেমে থাকবে না যতদিন না সত্যিকার জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়।”

লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ। তারা জানান, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি দেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার রূপরেখা। এই কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশে ন্যায়, সমতা ও উন্নয়নভিত্তিক একটি রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠিত হবে।

লিফলেট বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন ২৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও থানার যুগ্ম আহ্বায়ক মো. অহিদুল ইসলাম, সাবেক সহসভাপতি আবদুল আজিজ, সহসভাপতি মো. মানিক মিয়া এবং থানার সদস্য মো. খোকন।

RSS
Follow by Email