রবিবার, অক্টোবর ১২, ২০২৫
রাজনীতি

মাসুদুজ্জামানের উদ্যোগে ১৪ নং ওয়ার্ডে মশক নিধন

লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় এবং দলের নেতা মাসুদুজ্জামান মাসুদের সার্বিক তত্ত্বাবধানে নারায়ণগঞ্জে মাসব্যাপী চলমান মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে আজ সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডে সফলভাবে কার্যক্রম সম্পন্ন হয়েছে। ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় জনগণের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (১১ অক্টোবর) ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা, অলি-গলি, ড্রেন, জলাবদ্ধ স্থান ও ঝোপঝাড়ে আধুনিক ফগার মেশিন ও কার্যকর ওষুধ প্রয়োগের মাধ্যমে মশা নিধন করা হয়।

এই কার্যক্রম পরিচালনা করেন ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রনি মল্লিক এবং সদস্য সচিব মাহফুজুর রহমান। তাঁদের নেতৃত্বে একটি দক্ষ ও প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক দল দিনব্যাপী এই কর্মসূচি সফল করে।

মাসুদুজ্জামান মাসুদের পক্ষে জানানো হয়েছে, জনগণের স্বাস্থ্য সুরক্ষায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর এমন মানবিক উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

RSS
Follow by Email