মাসুদুজ্জামানকে সাখাওয়াত ‘দুঃসময়ে পাওয়া যাবে না, সুসময়ে এসেছে টাকা কামানোর জন্য’
লাইভ নারায়ণগঞ্জ: দীর্ঘ ১৭ বছরের আন্দোলন-সংগ্রামের ফসল—জুলাই বিপ্লবের মাধ্যমে অর্জিত বর্তমান রাজনৈতিক পরিবেশকে কাজে লাগিয়ে আসন্ন নির্বাচনে জয়ী হওয়ার জন্য দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি বলেন, ‘খুনি স্বৈরাচারী হাসিনা সরকারের’ পতনের পর এখন বিএনপিকে ক্ষমতাচ্যুত করতে ‘ধান ক্ষেতে ডাকাত পড়েছে’। এই ডাকাতদের মধ্যে কিছু ‘শিল্পপতি মডেল’ রয়েছেন, যারা টাকা দিয়ে মনোনয়ন বাগাতে চাইছেন।
শনিবার (৪ অক্টোবর) বিকেল চারটায় বন্দরের কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট সাখাওয়াত বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যার প্রধান দায়িত্ব একটি নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। তিনি আশা করেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, “গত ১৭ বছর কষ্ট করে মাঠে ফসল ফলিয়েছি আমরা। এখন আমাদের ধান পেকেছে, সেই পাকা ধান কেটে বিএনপির ঘরে তোলার দায়িত্ব আমাদের কিন্তু আমাদের সেই ধান ক্ষেতে ডাকাত পড়েছে। বর্গিরা এসে আমাদের পাকা ধান কেটে নিয়ে যেতে চাইছে।” তিনি দৃঢ়তার সাথে বলেন, দলের ত্যাগী নেতাকর্মীরা তা কখনো হতে দেবে না।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী ‘শিল্পপতি মডেল মাসুদ’-কে উদ্দেশ্য করে অ্যাডভোকেট সাখাওয়াত কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, একজন শিল্পপতি ২০০/৫০০ টাকা দিয়ে লোকজনকে নিয়ে যাচ্ছেন কিন্তু তিনি সর্বোচ্চ জানুয়ারি মাস পর্যন্ত টাকা দিতে পারবেন। এরপর আর তাদের দরজার সামনেও যাওয়া যাবে না।
তিনি বন্দরের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, এসব শিল্পপতিকে দুঃসময়ে পাওয়া যাবে না, কারণ তারা দলের সুসময়ে এসেছে টাকা কামানোর জন্য। তিনি আওয়ামী লীগের আমলের ব্যবসায়ীদের উদাহরণ টেনে বলেন, অনেকে সালমান এফ রহমানের মতো টাকা কামানোর জন্য বিএনপির মনোনয়ন বাগিয়ে নেওয়ার চেষ্টা করছেন।
অ্যাডভোকেট সাখাওয়াত দৃঢ়তার সাথে বলেন, “আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। তিনি ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করবেন।”
তিনি স্পষ্ট করে দেন, গত ১৭ বছর যারা রাজপথে ছিলো, মামলা হামলা খেয়েছে, জেল খেটেছে—তাঁদেরকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে, কোনো শিল্পপতিকে নয়।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “আমাদের মূল লক্ষ্য হলো একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনে সহযোগিতা করা, বিএনপিকে ক্ষমতায় আনা… আপনারা যারা দলের ত্যাগী নেতাকর্মী রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা প্রতিরোধ গড়ে তুলব, সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ২০০/৫০০ টাকার লোভে নিজের বিবেককে বিক্রি করবেন না।”
কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহদুল্লাহ মুকুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মো. রেজা রিপন, আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট রফিক আহমেদ, ডা. মুজিবুর রহমান, বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ লিটন সহ স্থানীয় নেতৃবৃন্দ।