মাসুদুজ্জামানকে জয়ী করতে ১২নং ওয়ার্ডে আলোচনা সভা
লাইভ নারায়ণগঞ্জ: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নারায়ণগঞ্জ-৫ আসনের মনোনীত প্রার্থী, বিশিষ্ট সমাজসেবী ও ক্রীড়ানুরাগী মাসুদুজ্জামান মাসুদ-এর পক্ষে ঐতিহাসিক ৭ নভেম্বর স্মরণে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য’ বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের ১২ নং ওয়ার্ডে এই সভা অনুষ্ঠিত হয়।
আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক আব্দুস সবুর খান সেন্টু, এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি গোলাম মোস্তফা সাগর।
সভায় বক্তারা বলেন, ঐতিহাসিক ৭ই নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের মাধ্যমেই বাংলাদেশ বহুদলীয় গণতন্ত্রের ধারায় প্রতিষ্ঠিত হয়। তারা জেনারেল জিয়াউর রহমানের নেতৃত্বের প্রশংসা করে বলেন, তার নেতৃত্বে দেশে গণতন্ত্র, উন্নয়ন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। বক্তারা বিশেষভাবে উল্লেখ করেন যে, দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক জিয়াউর রহমানের একান্ত প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়েছিল।
বক্তারা আওয়ামী ফ্যাসিবাদ ও জুলুমের সমালোচনা করে বলেন, ১৭ বছরের জুলুম থেকে দেশকে মুক্ত করে গণতন্ত্র ও উন্নয়নের ধারায় ফিরিয়ে আনতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সামনে আবারও নতুন কর্তব্য এসে দাঁড়িয়েছে।
তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের নির্বাচনে ধানের শীষে নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামান মাসুদ ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে সেই দায়িত্ব পরিপূর্ণ করার মহান দায় আমাদের সামনে উপস্থিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি মনিরুজ্জামান মনির, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের নারায়ণগঞ্জ জেলা সভাপতি এডঃ মোঃ রেজাউল করিম খাঁন রেজা, মহানগর সভাপতি হারুনুর রশিদ মুকুল, মহানগর কৃষক দলের নুরুল ইসলাম জানু, সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন, ১২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সভাপতি সামাল সরদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রহমান, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুলহাস এবং জেলা মহিলা দলের প্রচার সম্পাদক জহুরা খাতুন।
এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সরকার আলম, বিএনপি নেতা জাহাঙ্গীর মাতবর, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের সহ সাধারণ সম্পাদক মোঃ হানিফ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী।
আলোচনা সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দ মাসুদুজ্জামান মাসুদকে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে একযোগে অঙ্গীকার ব্যক্ত করেন।
