বুধবার, নভেম্বর ৫, ২০২৫
রাজনীতি

মাসদাইর ও বক্তাবলীতে আনোয়ারের গণসংযোগ

লাইভ নারায়ণগঞ্জ: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত রিকশা মার্কার প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন গণসংযোগ ও নির্বাচনী লিফলেট বিতরণ কর্মসূচি পরিচালনা করেছেন। তিনি মাসদাইর এবং বক্তাবলী বাজার ও আশপাশের এলাকায় এই গণসংযোগ করেন।

খন্দকার আনোয়ার হোসেন গত ২ নভেম্বর বাদ আসর মাসদাইর এলাকায় এবং ৪ নভেম্বর (মঙ্গলবার) বাদ আসর বক্তাবলী বাজার ও আশপাশের এলাকায় নির্বাচনী কর্মসূচি পরিচালনা করেন। এই গণসংযোগে বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশগ্রহণ করেন।

এ সময় প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন ব্যবসায়ী, শ্রমজীবী ও সাধারণ জনগণের হাতে নির্বাচনী লিফলেট তুলে দেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে বক্তব্য রাখতে গিয়ে খন্দকার আনোয়ার হোসেন তার নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন। তিনি বলেন, “সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত উন্নয়নমুখী নারায়ণগঞ্জ-৪ গড়তে হলে সৎ, যোগ্য, খোদাভীরু ও মানুষের কল্যাণে নিবেদিত প্রার্থীকে বিজয়ী করতে হবে।”

ইসলামী আদর্শের সমাজব্যবস্থা প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, “ইসলামি আদর্শের সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করা গেলে অন্যায়, অবিচার, জুলুম, হত্যা, লুন্ঠন ও সব ধরনের অপরাধ নির্মূল করা সম্ভব।” তিনি আল্লামা মামুনুল হকের নেতৃত্বে ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্যে রিকশা মার্কায় সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।

গণসংযোগের পুরো সময়জুড়ে এলাকাবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, খন্দকার আনোয়ার হোসেন একজন নিষ্ঠাবান, ধর্মপ্রাণ ও সমাজসেবী মানুষ, যিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে কাজ করে আসছেন।

RSS
Follow by Email