বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫
ফতুল্লারাজনীতি

মাসদাইরে মশক নিধনে জামায়াতের অভিযান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (এনসিসি) উদাসীনতার কারণে ডেঙ্গু জ্বর মহামারি আকার ধারণ করেছে এবং মৃত্যুর হার বাড়ছে—এমন অভিযোগ তুলে মশক নিধন অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পূর্ব থানা।

বুধবার (৮ অক্টোবর) এনসিসি-এর ১৩ নং ওয়ার্ডের মাসদাইর এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ডেঙ্গু মশার প্রতিষেধক বিতরণ এবং ফগার মেশিন ব্যবহার করে মশক নিধন অভিযান চালানো হয়।

থানা সেক্রেটারি কামরুল ইসলামের সঞ্চালনায় মশক নিধন কর্মসূচিতে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগরী কর্মপরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক, মহানগরী মজলিসে সদস্য ফরিদ উদ্দিন আহমেদ, জামায়াত নেতা নজরুল ইসলাম, শহিদুল ইসলাম সহ অনেকে।

বক্তারা বলেন, ডেঙ্গু জ্বর ইদানীং মহামারি আকার ধারণ করেছে। তাঁদের অভিযোগ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদাসীনতায় ডেঙ্গু জ্বরে মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কর্মসূচির অংশ হিসেবে মাওলানা ইলিয়াসের কুরআন তেলোয়াতের মাধ্যমে মাসদাইর, তালা ফ্যাক্টরি সহ অত্র এলাকায় মো. আব্দুল্লাহ ফগার মেশিন দিয়ে মশক নিধন কার্যক্রম পরিচালনা করেন।

বক্তব্য শেষে হোমিও ডাক্তার আব্দুস সালামের আন্তরিক সহযোগিতায় স্থানীয় জনগণের মাঝে বিনামূল্যে ডেঙ্গু প্রতিষেধক ঔষধ বিতরণ করা হয়।

জামায়াত নেতারা জানান, জনস্বাস্থ্য রক্ষায় এবং ডেঙ্গুর প্রকোপ কমাতে তারা এই ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।

RSS
Follow by Email