শনিবার, জুলাই ২৬, ২০২৫
ধর্মফতুল্লা

মাসদাইরে জলাবদ্ধতা নিরসনে মুফতি মাসুম বিল্লাহ ‘অবিলম্বে জরুরি ব্যবস্থা নিন’

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগরের মাসদাইর বাজার এলাকার ১৩ নং ওয়ার্ডে তীব্র জলাবদ্ধতার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে দলটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ অন্যান্য নেতৃবৃন্দ এলাকাটি পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে জলাবদ্ধতার কারণে সৃষ্ট সমস্যা নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকালে মুফতি মাসুম বিল্লাহ স্থানীয়দের দুর্ভোগ প্রত্যক্ষ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে কার্যকরী ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। তিনি বলেন, “অত্র এলাকায় জলাবদ্ধতার কারণে নোংরা পানিতে মশার উপদ্রব সহ বিভিন্ন রোগব্যাধি ছড়াচ্ছে। কাজেই এই অবস্থা আসু সমাধানের জন্য জরুরি ব্যবস্থা নিন।” তিনি আরও যোগ করেন, এই জলাবদ্ধতা স্থানীয়দের দৈনন্দিন জীবনকে মারাত্মকভাবে ব্যাহত করছে এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করছে।

এ সময় মুফতি মাসুম বিল্লাহর সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৩ নং ওয়ার্ডের সভাপতি মাহবুব এবং সেক্রেটারি ইমদাদ হোসাইন সহ অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা একমত পোষণ করেন যে, এই সমস্যা নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, স্থানীয় প্রশাসন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেবে এবং মাসদাইর এলাকার জনগণের দুর্ভোগ লাঘব করবে।

RSS
Follow by Email