রবিবার, এপ্রিল ১৩, ২০২৫
Led02অর্থনীতি

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেয়ায় ইপিজেডে ৩ প্রতিষ্ঠানের ভাঙচুরের অভিযোগ

লাইভ নারায়ণগঞ্জ: সিদ্ধিরগঞ্জে তিনটি পোশাক কারখানায় ভাঙচুর করা হয়েছে। অভিযোগ, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়া। শনিবার (১২ এপ্রিল) বিকেল ৫টায় ইপিজেডের ভেতরে এই ঘটনা ঘটেছে। এ সময় ভাঙচুরের অভিযোগে ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী।

তথ্যটি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনের জনগণের প্রতি জানিয়ে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ দেওয়ার দাবিতে আজ বিকেলে মিছিল নিয়ে আদমজী ইপিজেডে ঢোকেন বহিরাগত কয়েক শ শ্রমিক। তাঁরা ইপিজেডের ভেতরে ঢুকে ইউনেসকো বিডি লিমিটেড, অনন্ত ওয়াশিং সোয়েটার ও এপিক গার্মেন্টস নামের নামের তিনটি কারখানায় ইটপাটকেল ছোড়েন। এ সময় তাঁরা কারখানার জানালার গ্লাস ও কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। কারখানার ভেতর থেকে শ্রমিকেরা পাল্টা ইটপাটকেল ছোড়েন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে তাঁদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। পরে বিকেল পাঁচটার দিকে কারখানায় ছুটি ঘোষণা করা হয়।

এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মো. হাসিনুজ্জামান জানায়, ‘মার্চ ফর গাজা’ প্রতিবাদ মিছিলে যোগ দেওয়ার দাবি জানিয়ে বহিরাগত শ্রমিকেরা ইপিজেডের ভেতরে ঢুকে তিনটি কারখানায় ভাঙচুর করেছেন। এ সময় পাল্টা ইটপাটকেল ছোড়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে ৪৫ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আদমজী ইপিজেডের ভেতরে অনুপ্রবেশ, কারখানায় হামলা, ভাঙচুর ও চুরির অভিযোগে মামলার প্রস্তুতি চলছে।

RSS
Follow by Email