শনিবার, সেপ্টেম্বর ২০, ২০২৫
Led04অর্থনীতি

‘মার্ক টাওয়ার’র নামে প্রতারণার ফাঁদ, সতর্ক থাকার আহ্বান

লাইভ নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের অন্যতম বৃহত্তম মোবাইল বাজার, মার্ক টাওয়ার মোবাইল মার্কেট, একটি প্রতারক চক্রের অপতৎপরতা সম্পর্কে গ্রাহকদের সতর্ক করা হয়েছে। সম্প্রতি কিছু অসাধু ব্যক্তি মার্ক টাওয়ারের নাম ব্যবহার করে অনলাইনে ভুয়া সেবা প্রদানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। এই বিষয়ে মার্কেট কমিটির পক্ষ থেকে একটি সতর্কীকরণ বার্তা প্রকাশ করা হয়েছে।

মার্ক টাওয়ার মোবাইল ব্যবসায়ী কমিটির সভাপতি মো. মাকসুদুর রহমান এক বার্তায় জানান, কিছু প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে তাদের মার্কেটের নাম ব্যবহার করে নানা ধরনের লোভনীয় অফার দিয়ে আসছে। তারা মোবাইল ফোন সার্ভিসিং, বিক্রয় এবং অন্যান্য সেবার নামে গ্রাহকদের কাছ থেকে অগ্রিম টাকা হাতিয়ে নিচ্ছে।

কমিটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, মার্ক টাওয়ার মোবাইল মার্কেট থেকে অনলাইন সেবা প্রদানের ক্ষেত্রে কোনো ধরনের অগ্রিম টাকা গ্রহণ করা হয় না। যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান মার্ক টাওয়ারের নাম ব্যবহার করে অগ্রিম টাকা দাবি করে, তবে তা সম্পূর্ণ প্রতারণা।

মাকসুদুর রহমান আরও জানান, “আমরা সকল গ্রাহকদের প্রতি অনুরোধ জানাচ্ছি, আপনারা এই ধরনের প্রতারণামূলক অফারে প্রলুব্ধ হবেন না। কোনো অবস্থাতেই অগ্রিম টাকা দেবেন না।” তিনি সবাইকে সচেতন থাকার এবং আশেপাশের সবাইকে এই বিষয়ে অবহিত করার আহ্বান জানান।

প্রতারকরা প্রায়শই আকর্ষণীয় মূল্যছাড়, বিশেষ উপহার এবং দ্রুত ডেলিভারির প্রলোভন দেখায়। কিন্তু বাস্তবে তারা টাকা পাওয়ার পর আর কোনো যোগাযোগ রাখে না। এই ধরনের ঘটনায় ভুক্তভোগীদের আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।

মার্ক টাওয়ার কর্তৃপক্ষ তাদের সুনাম রক্ষার পাশাপাশি গ্রাহকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে এই সতর্কীকরণ বার্তা জারি করেছে। গ্রাহকদের সরাসরি মার্কেটের দোকানে এসে সেবা গ্রহণ করার অথবা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

RSS
Follow by Email