রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
Led04রাজনীতি

মামুন মাহমুদের নেতৃত্বে পল্টনে বিশাল মিছিল

লাইভ নারায়ণগঞ্জ: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে এক বিশাল মিছিল নয়াপল্টনে উপস্থিত হয়েছে।

বুধবার (৭ আগস্ট) দুপুরে বিএনপির ডাকা সমাবেশে সাড়া দিয়েই নারায়ণগঞ্জ থেকে এই মিছিল নিয়া পল্টনের দিকে রওনা হয়। মিছিলে নেতাকর্মীদের নানা স্লোগানে সড়ক মুখরিত থাকে।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই রাতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অভিযান চালিয়ে ফটকে তালা লাগিয়ে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তার এড়াতেই ওই দিনের পর থেকে দলটির কোনো পর্যায়ের নেতা-কর্মী কেন্দ্রীয় কার্যালয়ে যাননি। শেখ হাসিনা পদত্যাগের খবর জানাজানির পর গত সোমবার বিকেলে ওই কার্যালয়ের মূল ফটকের তালা খুলে বিএনপির নেতা-কর্মীরা ভেতরে প্রবেশ করেন এবং বিএনপির পক্ষ থেকে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের ডাক দেওয়া হয়।

RSS
Follow by Email